Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩

ফরহাদাবাদে আগুনে নিঃস্ব ৬ পরিবার

হাটহাজারী সংবাদ ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে ভয়াবহ আগুনে ৬ টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোম্মার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি হাটহাজারী সংবাদকে নিশ্চিত করেন, ওয়ার্ড মেম্বার জহুর আহমদ।

তিনি জানান, এতে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৬টি পরিবারের মালামালসহ আসবাবপত্র আগুনের লেলিহান শিখায় পুড়ে ভষ্মিভূত। পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেনি এ পরিবারগুলো। বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল মাবিয়া, আলাউদ্দিন, সালাউদ্দিন, মাহাবুবুল আলম, সফিউল আলম ও রুহুল আমিন।