Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২

হাটহাজারীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

 হাটহাজারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাসেল নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সেইসঙ্গে একটি বালুবোঝাই ট্রাকও আটক করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফরহাদাবাদ ইউনিয়নের হালদা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে বালুবোঝাই ট্রাকটি আটক করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার বালু উত্তোলন বন্ধে নিয়মিত মনিটরিংয়ের জন্য বলা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত মো. রাসেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, তাঁরা হালদা নদীর শাখা খাল ও পাহাড়ি ছড়া থেকে বালু উত্তোলন করে, তবে তাদের বালু তোলার কোনও অনুমোদন নেই।

তিনি আরও বলেন, হালদার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।