Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩

হাটহাজারীতে শান্তি সমাবেশ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ফতেপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ময়দানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক ড. হাসান মাহমুদ এম পি।

সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক সুমনের উপস্থাপনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলম, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট দিদারুল আলম বাবুল, শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উত্তর জেলার মহিলা সম্পাদিকা বাসন্তী প্রভা পালিত, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল আইস, হাটহাজারী ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার মোর্শেদ তালুকদার, স্থানীয় চেয়ারম্যান জায়নুল আবেদীন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু, সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম প্রমূখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-প্রচার কমিটির রাশেদুল ইসলাম রাসেল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফতেপুর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, গীতা পাঠ করেন সাধারণ সম্পাদক বাবু জগদীশ।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, উত্তর জেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি নাছির হায়দার করিম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক এম.এ খালেদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাহেদ সরোয়ারসহ জেলা, উপজেলা, হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীবৃন্দ।