Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৬ মার্চ ২০২৩

গুমানমর্দ্দনে সৈয়দ পাড়া মসজিদের সম্মুখস্থ মুনিরীয়ার কার্যালয়ে এশায়াত মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র বেছাল শরীফ স্মরণে কুতুবুল আলম আল্লামা হযরত ছৈয়্যদ মঈজুদ্দিন আল-ফারুকী (রহঃ) ও মুফতীয়ে আজম হযরতুল আল্লামা সিরাজুল হক আল-কাদেরী (রহঃ) এবং এলাকার সকল কবরবাসীর ইছালে ছাওয়াব উপলক্ষে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ মার্চ) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪১নং গুমানমর্দ্দন শাখার বাস্তবায়নে সৈয়দ পাড়া বায়তুল আমান জামে মসজিদের সম্মুখস্থ শাখার কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী, গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহাম্মদ সরোওয়ার্দী, গুমানমর্দ্দন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আব্দুল করিম,  গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মুহাম্মদ জাহেদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সাইফুদ্দীন লাকি, হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ মাছুম রানা জুয়েল, গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাঈম উদ্দীন, কুতুবুল আলম আল্লামা হযরত ছৈয়্যদ মঈজুদ্দিন আল-ফারুকী (রহঃ) এর নায়েবে মুনতাজের সৈয়দ ‍মোহাম্মদ পেয়ারুল ইসলাম, ইউনিটি বিল্ডার্সের পরিচালক মুহাম্মদ সালাউদ্দীন, এ.বি ড্রীম প্রপ্রার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার ও হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ ফারুক।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি কাঞ্চননগর রুস্তমিয়া মুনিরুল ইসলাম দাখিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ গুমানমর্দ্দন জিলানী বাজার হাজি ইউনুছ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন আহমদী।

পরে মিলাদ-ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।