Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪

জব্বারের বলীখেলায় ১১৫তম আসরে চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুই বলী মোহাম্মদ রাশেদ ও বাঘা শরীফ। দুজনের বাড়িই কুমিল্লা জেলায়। তারা সেমিফাইনাল টপকে ফাইনালে কুস্তি লড়েছেন একে অপরের বিরুদ্ধে। দফায় দফায় ১১ মিনিট শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর স্বেচ্ছায় হার মানলেন রাশেদ। বিজয়ী ঘোষণা করা হয় বাঘা শরীফকে।

বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ রাশেদ। তিনিও একই এলাকার।

এবারও তৃতীয় হয়েছেন খাগড়াছড়ির সৃজন চাকমা (৩৭)। তার বাড়ি খাগড়াছড়ি জেলার খবংপড়িয়া গ্রামে। গত তিনবার জব্বারের বলীখেলায় অংশ নিয়ে তিনবারই তৃতীয় হয়েছেন সৃজন। খাগড়াছড়ি-রাঙামাটি জেলায় অনুষ্ঠিত বিভিন্ন বলীখেলায় চ্যাম্পিয়ন তিনি।

নিজের দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবার খেলায় অংশ নেননি কুমিল্লার শাহজালাল বলী। সবার ধারণা ছিল, চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলী এবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবেন।

মো. রাসেল ও বাঘা শরীফ। তারা দুজনের গ্রামের বাড়ি শাহজালালের একই জেলা কুমিল্লায়। দুজনই কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন জব্বারের বলীখেলার চারবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলীর কাছ থেকে।

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। বলীখেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বলীরা অংশ নেন।