Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১০ ডিসেম্বর ২০২২

গুমানমর্দ্দনের ইউপি সদস্য বিবি ফাতেমা শিল্পী পেলেন জয়িতা পদক

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী এ ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পদক পেয়েছেন গুমানমর্দ্দন ইউনিয়নের সংরক্ষিত আসন ৩ এর সদস্য ও পশ্চিম বহর বাড়ির বিবি ফাতেমা শিল্পী।
 
শুক্রবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে বেগম রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা পান তিনি।
 
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী শিশু নির্যাতন রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বেগম রোকেয়া দিবস।
 
মহিলা বিষয়ক কর্মকর্তা এস. এম জিন্নাত সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল প্রমূখ।
 
এছাড়া নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় পৌরসভাধীন দেওয়ান নগর হাজী মুন্সি ফকীর বাড়ির লাকী আক্তার, সফল জননী হিসেবে ফরহাদাবাদ ইউনিয়নের এম এস কাজীর বাড়ির মাহমুুদুন্নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় মেখল ইউনিয়নের রুহুল্লাপুর রশিদ তালুকদার বাড়ির জান্নাতুল মাওয়া ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় ফতেপুর ইউনিয়নের জোবরা হাবিব বাপের বাড়ির শিমু আক্তারকে জয়িতা পদক প্রদান করা হয়।