Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪

হাটহাজারীতে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে গভীর রাতে অভিযান পরিচালনা করে মহিনউদ্দিন নামের এক ব্যক্তিকে টপসয়েল কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়ন বড়ুয়া পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, কৃষি জমি থেকে অবৈধভাবে স্কেভেটরের সাহায্যে উপরিভাগের মাটি কাটা হচ্ছে- এমন সংবাদ পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যতা পাই।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মাটি কাটার কাজে জড়িত ব্যক্তি মহিনউদ্দিন অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা ডিসিআর মূলে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।