Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪

নাঙ্গলমোড়ায় মুনিরীয়া তবলীগের এশায়াত মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক:
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে পবিত্র মি’রাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে ইছালে ছাওয়াব উপলক্ষে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেরুয়ারি) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৪৭নং নাঙ্গলমোড়া ও ২৭নং ছিপাতলী শাখার বাস্তবায়নে ছদর উদ্দিন খলিফা জামে মসজিদ সম্মুখস্থ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

নাঙ্গলমোড়া, ছিপাতলী, গুমানমর্দ্দন-সহ আশপাশের এলাকা থেকে মাহফিলে আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের মুসলমানরা উপস্থিত ছিলেন।

ছিপাতলী ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ১৪৭নং নাঙ্গলমোড়া শাখার উপদেষ্টা ডা. মুহাম্মদ আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড.জালাল আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী।

মাহফিলে বক্তব্য রাখেন, হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, দক্ষিণ গুমানমর্দ্দন জিলানী বাজার হাজি ইউনুছ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দিন আহমদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ মির কাসেম, মুহাম্মদ শফিউল আজম শুক্কুর, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আবদুল্লাহ আল হারুন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন আরিফ, মুহাম্মদ আব্দুল হামিদ, মুহাম্মদ আবু তাহের তালুকদার মানিক, মুহাম্মদ আবুল হায়াত তালুকদার সুমন, মুহাম্মদ শাহ আজিজ, ছৈয়দ ছদর উদ্দিন খলিফা জামে মসজিদের পেশ ইমাম নজরুল ইসলাম, মুহাম্মদ মোরশেদসহ ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়। মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র নাতে মোস্তফা (সা.) পেশ এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)র পবিত্র শান মোবারকে পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন, শায়ের মুহাম্মদ কামাল।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।