হাটহাজারী ঊপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে হযরত আহ্ছান উল্লাহ জেহেনি শাহ্ (রহ.) এর পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২জানুয়ারী) সকাল থেকে মাজার প্রাঙ্গণে ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, তাবারুক বিতরণ ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা হয়।
পবিত্র ওরশ শরীফ উপলক্ষে সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের উদ্বোধনে শুরু হওয়া মাহফিলে আল্লামা আহ্ছান উল্লাহ জেহেনি শাহ্ (রহ.) মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহাজাদা মুহাম্মদ রাফিউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়াজিন হিসেবে বক্তব্য রাখেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ আল্লামা ড. সৈয়দ মোঃ হাসান আল আজহারী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সেসোরিজ ভিউ লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুমানমর্দ্দন গাউছিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের সদস্য দিদারুল আলম বাঁশি, ওমান প্রবাসী মুহাম্মদ নুরুজ্জামান সানি।
মাহফিলে বিশেষ ওয়ায়েজীন ছিলেন উত্তর গুমানমর্দ্দন কুতুব শাহী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সাদ্দাম হোসেন আল কাদেরী, গুমানমর্দ্দন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ জিবুল হোসাইন আলকাদেরী, হযরত বসরত শাহ (রহ.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান আল কাদেরী।
মাহফিলে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া মরিয়ম নগর আশরাফীয়া দরবার শরীফের সাজ্জাদ্দানশীন হযরতুল আল্লামা শেখ রফিকুল ইসলাম আশরাফী।