হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে আল্লামা ছৈয়্যদ মঈজুদ্দিন আল ফারুকী (রাহ:) বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত আগামীকাল সোমবার।
এদিন কাটাখালীকূল দরগাহ প্রাঙ্গনে এ বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে ছৈয়্যদ পাড়া, নাঙ্গলমোড়া বাইতুল ফালাহসহ বিভিন্ন স্থানে একই সময়ে ওরশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আল্লামা ছৈয়্যদ মঈজুদ্দিন আল ফারুকী (রাহ:) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর রওজা শরীফের, খতমে কুরআন, বাদে যোহর দস্তরবন্দী, মিলাদ মাহফিল, বাদে এশা আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হবে।