Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ২ উপায়

অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বর্তমানে সারাবিশ্বে কয়েক কোটি মানুষ ব্যবহার করছেন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট তো আছেই অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। এছাড়াও ছোট বড় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।
 
শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে। এজন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির সুরক্ষা নিশ্চিত করা খুবই জরুরি। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ভয় থাকবে না।
জেনে নিন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ২ উপায়-
 
টু-ফ্যাক্টর ভেরিফিকেশন ব্যবহার করুন
>> প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যান।
 
>> এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন অ্যাকটিভ করুন।
>> এরপর ৬ ডিজিটের পিন সেট করে কনফার্ম অপশনে ক্লিক করুন।
 
>> এবার আপনার কাছে ইমেল আইডি চাওয়া হবে, আপনি চাইলে এই পর্যায়টি এড়িয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি আপনার ই-মেইল আইডি দেন, তাহলে আপনাকে টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশন পুনরায় সেট করতে হবে।
>> এরপর নেক্সট অপশনে ক্লিক করে আইডি কনফার্ম করুন এবং সেভ করে ডান-এ ক্লিক করুন।
 
লগ-আউট ও অপরিচিত লিঙ্ক-
নিয়মিত কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ-আউট করুন। অফিসে অনেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন। ভুলেও লগইন করে রাখবেন না। আপনার কাজ শেষ হলে লগআউট করে বের হন। লগইন করে রাখলে পরে তা অন্য কোন ব্যক্তি দেখে নিতে পারেন। এছাড়া যে কোনো অপরিচিত নম্বর থেকে আসা লিঙ্ক মেসেজ, কোড থেকেও সাবধান থাকতে হবে।