Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩

স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষকদের মুখ্য ভূমিকা রাখতে হবে: নূর খান

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৫, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে  হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক রহমত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক, সি. শিক্ষক আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম,  আব্দুস সবুর,আয়েশা আক্তার, ইমদাদুল ইসলাম, নুর হোসেন, মোহাম্মদ হাসান প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা নুর খান বলেন,  শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর৷  আর শিক্ষার যথাযথ বিকাশ ও শিক্ষাকে জাতির মাঝে রুপান্তরের দায়িত্ব পালন করেন শিক্ষকরাই৷  শিক্ষক ছাড়া দক্ষ ও আগামীর পৃথিবীর যোগ্য সুনাগরিক গঠন সম্ভব নয়৷ তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের মুখ্য ভূমিকা রাখতে হবে৷