Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি, আহত ১

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের গোলাগুলি হয়েছে। এ সময় কেএনএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের জাইয়নপাড়া বম হো‌স্টেল এলাকায় সেনাবাহিনীর টহল টিমের ওপরে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এতে কেএনএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনাস্থল থেকে কেএনএফের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহ‌ত কেএনএফ সদস্যের নাম বয়রেম বম (২২)। তার বাড়ি রুমা সদর ইউনিয়‌নের বেতালপাড়ায়।

আহত ব্যক্তিকে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সেনা পাহারায় বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠানো হয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, রুমা সদরের জাইয়নপাড়া এলাকায় সেনা সদস্যরা টহলরত অবস্থায় কেএনএফের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কেএনএফের এক সদস্য আহত হয়েছেন। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর সদস্যদের পাহারায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।