Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৩১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে ৭ ফুট লম্বা ৯ কেজির অজগর উদ্ধার

হাটহাজারী সংবাদ ডেস্ক
অক্টোবর ৩১, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে ৭ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (৩১ অক্টোবর) সকালে সাপটি গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
 
রোববার (৩০ অক্টোবর) রাতে হাটহাজারী উপজেলার ১নং ফরহাদবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার সিদ্দিক সওদাগরের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
 
হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, সিদ্দিক সওদাগরের বাড়িতে অজগরের খবর রাতেই পাই। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। আজ সকালে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।