Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩

২০ কিলোমিটার দৌড়ে পলাতক বরকে ধরে এনে বিয়ে

অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আড়াই বছরের প্রেমের পরিণতিতে বিয়ের আয়োজন। তবে বিয়ের দিন পালিয়ে যান বর। ২০ কিলোমিটার দৌড়ে বরকে নিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসান কনে। শেষ পর্যন্ত করেন বিয়ে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারেইলি শহরের। বিয়ের মণ্ডপে এসে ঘাবড়ে যান বর। বিয়েতে অস্বীকৃতি জানান তিনি। ঠিক এই সময়ে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান।
 
ঘটনা শুনে বিয়ের সাজপোশাকেই বরকে খুঁজতে বেরিয়ে পড়েন কনে। বরকে কল দিলে তিনি বলেন, মাকে আনতে গিয়েছেন। তবে বিশ্বাস হয়নি কনের। বারেইলি শহরের সীমানার বাইরে একটি পুলিশ স্টেশনের কাছে একটি বাসে বরকে খুঁজে পাওয়া যায়। দুই ঘণ্টা ধরে চলে নাটকীয় আলোচনা। পরে কনে ও তার পরিবার এবং বরের পরিবার মিলে বরকে মন্দিরে নিয়ে যায়।
 
বরের পরিবারের সম্মতিতে বারেইলি শহরের বাইরের একটি মন্দিরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, একেবারে সাধাসিধে পোশাক বরের গায়ে। তাদের পরিবার বিয়ের অনুষ্ঠান দেখছে। কনের সাহসিকতার প্রশংসার সঙ্গে অনেকে বরের সমালোচনাও করেছেন।