Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২০ এপ্রিল ২০২৪

সোনার দাম ৪৫৬০ টাকা বাড়ানোর পর কমানো হলো ৮৪০ টাকা

অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসে তিন দফায় সোনার রেকর্ড দাম বাড়ানোর পর এবার কিছুটা কমা‌নোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

তিন দফায় ৪ হাজার ৫৬০ টাকা বাড়িয়ে প্রতি ভরিতে কমা‌নো হ‌য়ে‌ছে মাত্র ৮৪০ টাকা। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে দাঁড়াচ্ছে ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা।

শ‌নিবার (২০ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কিছুটা কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল সা‌ড়ে ৩টা থেকেই নতুন দাম কার্যকর হবে।