Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২

শিগগিরই সমন্বয় হবে সয়াবিন তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সার্বিক বিষয় পর্যালোচনা করে শিগগিরই সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি এখনই বলেছি, খুব শিগগিরই পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদের ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে মানুষ যে দুর্ভোগে পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। তবে সে ক্ষেত্রে সরকার দুর্ভোগের কথা ভেবে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে। তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে দু-একদিনের মধ্যে চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে, তখন সরকার নির্ধারিত দামেই বাজারে চিনি পাওয়া যাবে।

এর আগে ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।