Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪

বৈরী আবহাওয়ায় দুবাইয়ের সরকারি কর্মকর্তাদের ঘরে বসে অফিস 

অনলাইন ডেস্ক :
এপ্রিল ১৬, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।

গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’

বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে