Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩৮ জন

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১০৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭৪০ জন। এছাড়া বাকি ৩৬৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৭ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৮৬ জন ভর্তি রয়েছেন।

তিনি আরও জানান, জেলায় চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন।