Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ১০ এপ্রিল ২০২৪

একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৪ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সব অপেক্ষার অবসান! সিয়াম-সাধনার মাস রমজানও শেষ। বিশ্বের বেশিরভাগ দেশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে কাল বুধবার (১০ এপ্রিল) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

তবে বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে পরের দিন বৃহস্পতিবার।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশে বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ। মুসলিম দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে এবং কতগুলো রোজা পালন করল সেটির একটি তালিকা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান যুবাইর এহসান হক।

এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশে কবে ঈদ—

ইন্দোনেশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

মালয়েশিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

পাকিস্তান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি

আরব আমিরাত: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

কাতার: ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি

সৌদি আরব: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ইয়েমেন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

ওমান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

জর্দান: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি

ফিলিস্তিন: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মিশর: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি

তিউনিসিয়া: ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি

মরক্কো: ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি