Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোছাম্মৎ মারওয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলি আহমেদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মারওয়ার নানা অধ্যাপক মোহাম্মদ হোসেন। পুকুরে ডুবে মারা যাওয়া শিশু মারওয়া উপজেলার ধলই ইউনিয়নের হাধুরখিল এলাকার মুসা সওদাগর বাড়ির আব্দুল আল মামুনের ছোট মেয়ে।

জানা গেছে, বিগত এক মাস আগে নাতনি মারওয়া তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। এরমধ্যে রোববার সকালে শিশুটি ঘরের বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও নানার বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের পানিতে মারওয়াকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।