Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রাণ গেলো ফটিকছড়ির যুবকের

প্রবাস ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পুলিশের বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সাইদ ফয়সাল ওরফে আরিফ (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

বুধবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

নিহত যুবক ইউনিভার্সিটি অব বোস্টন (ইউম্যাস) এ পড়াশোনা করতেন। তার পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন একজন পুলিশ কর্মকর্তা গুলি চালান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।