Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩

মির্জাপুরে অরবিট প্লাস আইডিয়্যাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন

হাটহাজারী সংবাদ ডেস্ক:
অক্টোবর ১৭, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

দেড় যুগের অধিক সময় ধরে হাটহাজারী উপজেলার মির্জাপুরে শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান অরবিট প্লাস আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪  অক্টোবর) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি।

অরবিট প্লাস আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ রাশেদুল ইসলাম ও মুহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় অরবিট ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী নূর খালেদ উল্লাহ্ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লে. কর্ণেল (অব:) মুহাম্মদ দিদারুল আলম পিএসসি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামিলীগ সদস্য মুহাম্মদ সাকের উল্লাহ্ চৌধুরী, গণি শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান মুহাম্মদ ওসমান গণি, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক শেখ আহমেদ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ একরামুল হাসান চৌধুরী জুয়েল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ডা:মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ শফিউল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট এম.এ.কাসেম, লেখক ও গবেষক জসিম মুহাম্মদ রুশনী, গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী, সাবেক প্রধান শিক্ষক বাবু তপন চৌধুরী, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সৈয়দ মোস্তফা আলম মাসুম,বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস.এম.টিপু চৌধুরী, বাবু সুজন তালুকদার, মুহাম্মদ সেলিম উদ্দীন, বাবু জীবন বড়ুয়া, মির্জা ফরহাদ হোসেন সায়মন, ডা: রাসেল নন্দী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এস.এম.হাসানুল আজম সুমন, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ আব্দুল ওয়াদুদ কাওকাব, মুহাম্মদ শফিউল আলম বাদল, লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, মুহাম্মদ দেলোয়ার হোসেন,বাবু অমিয় বড়ুয়া, মুহাম্মদ নাজিম উদ্দীন, সৈয়দ আবদুল মাবুদ, মুহাম্মদ আজিজ উদ্দীন, মুহাম্মদ নূর উদ্দীন প্রমুখ।

এসময় অরবিট প্লাস কিন্ডারগার্টেন স্কুলের সকল অভিভাবক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।