Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২

ফ্যাক্ট চেক : ইমরান খানের এ ছবিটা ২০১৪ সালের

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানকে হত্যাচেষ্টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে খান একটি স্ট্রেচারে সোজা হয়ে শুয়ে আছেন।
 
দ্য ডনের এক ফ্যাক্ট চেকে বলা হয়, এ ছবিটি খানকে হত্যাচেষ্টার পরের নয়, বরং এটা ২০১৪ সালের। ওই বছরের ১৭ আগস্ট নিজের টুইটারে খান নিজেই ছবিটা পোস্ট করেন। ছবিটার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নাইট অ্যাট দ্য ধারনা’।
 
‘ধারনা’ হিন্দি শব্দ, যার অর্থ দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান।