Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ছিপাতলীতে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
অক্টোবর ৩০, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!


পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৭ নং ছিপাতলী শাখার বাস্তবায়নে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বাদে আসর হতে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ওলামা পরিষদের সদস্য হযরতুলহাজ্ব আল্লামা মুফতী মুহাম্মদ সেকান্দর আলী।

খাগড়াছড়ি ইসলামীয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও ছিপাতলী শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এতে ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন আহমদী।

মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আহম্মদ হোসেন তালুকদার, মুহাম্মদ আব্দুল আল হারুন, হাফেজ মুহাম্মদ মহিনউদ্দীন আরিফ, মুহাম্মদ শফিউল আজম শুক্কুর, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, মুহাম্মদ আবুল হায়াত তালুকদার,মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আব্দুন্নবী সিকদার,মুহাম্মদ নাছির উদ্দীন,মুহাম্মদ মাহবুল আলম সিকদার।

মাহফিলে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক মুসলমান উপস্থিত ছিলেন। মাগরিবের আগেই মাহফিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।