Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাজায় প্রবেশ করল ত্রাণবাহী আরও ১৭ ট্রাক

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২২, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

দখলদার ইসরায়েলের বিমানবাহিনীর নির্বিচার হামলায় বিপর্যস্ত গাজাবাসীর জন্য পাঠানো আরও ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতর প্রবেশ করেছে।

রোববার (২২ অক্টোবর) মিসরের রাফাহ ক্রসিং থেকে গাজার ভেতর ঢোকে ট্রাকগুলো। এর আগে গতকাল শনিবার যুদ্ধ শুরুর পর বিভিন্ন ত্রাণ নিয়ে গাজায় যায় ২০টি ট্রাক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার যেসব ট্রাক গাজায় গেছে সেগুলোর মধ্যে অতিপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। এদিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

মিসর থেকে পণ্যবাহী বড় এ ট্রাকগুলো রাফাহ ক্রসিং অতিক্রম করে মিসর ও ফিলিস্তিনি গেটের মাঝামাঝি যায়। এরপর সেখানে আসে ফিলিস্তিনি ট্রাক। এরপর ওই ট্রাকগুলোতে ত্রাণগুলো বোঝাই করা হয়।

গাজার চিকিৎসকরা কয়েকদিন ধরে জানাচ্ছেন, তাদের জরুরিভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। কারণ তাদের কাছে যেসব মজুদ ছিল সেগুলো শেষ হয়ে গেছে।

চিকিৎসা সরঞ্জামের মধ্যে যে জিনিসটির সবচেয়ে বেশি অভাব দেখা দিয়েছে সেটি হলো অ্যান্টিসেপটিপ। এই অ্যান্টিসেপটিপের অভাবে গাজার অনেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকরা ভিনেগার ব্যবহার করেছেন।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলার প্রতিশোধ নিতে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে খাদ্য, জ্বালানি এবং পানিসহ সব প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

অতি প্রয়োজনীয় জ্বালানির অভাবে গাজার হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থা ধসে পড়ার শঙ্কায় রয়েছে। তা সত্ত্বেও মিসরের রাফাহ ক্রসিং দিয়ে কোনো জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল।

সূত্র: আল জাজিরা