Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ওমানে কোরআনের ১০ হাজার কপি বিতরণ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক:
মার্চ ৩, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ওমানের রাজধানী মাস্কাটে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার কোরআনের কপি বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় বিতরণ করা কোরআনের কপিগুলো বাদশা ফাহাদ প্রিন্টিং প্রেসের ছাপানো।

সৌদি সংবাদ মাধ্যম এসপিআই-এর খবরে বলা হয়েছে, ওমানের রাজধানী মাস্কাটে আন্তর্জাতিক বইমেলার ২৮ তম আসর আয়োজন করা হয়েছে। যা শেষ হয়েছে দুই মার্চ শনিবার।

এই বইমেলায় সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের স্টল বসানো হয়েছে। এই স্টল থেকে বিশ্বের ৭৭ ভাষায় বাদশা ফাহাদ প্রিন্টিং প্রেসের ছাপানো কোরআনের কপি বিতরণ করা হয়।

স্টলে মদিনার এই প্রেস এবং প্রেসে ছাপানো কোরআনের কপি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। স্টলে আগত দর্শনার্থীদের থ্রিডি প্রযুক্তির মাধ্যমে হজ ও ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পর্কেও অবহিত করা হয়। এর উদ্দেশ্য ছিল হজ ও ওমরা সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেওয়া।