Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ৮ এপ্রিল ২০২৩

আমিরাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিনের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজমান বিএনপির সাধারণ সম্পাদক সজিব খান ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের যৌথ উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি, মিডিয়া সেল ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের অন্যতম সদস্য ব্যারিষ্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারুক সগির।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার, আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোস্তফা মাহমুদ, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার আহবায়ক কমিটির সদয়ায় যথাক্রমে প্রকৌশলি আব্দুর রশিদ,  মোহাম্মদ সোলাইমান, এস এম মোদাচ্ছের শাহ, নীল রতন দাস, শাহাদাৎ হোসেন সুমন, এস এম এরশাদুল আলম, মোহাম্মদ নাছির উদ্দিন, মুজিবুল হক মঞ্জু ও আজিজুল ইসলাম কিরণ।

এতে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মনির হোসেন, ইউনুচ,  আলাউদ্দীন নিলয়, মোহাম্মদ হেলাল, লোকমান, শাহেদুল ইসলাম, জাকারিয়া রাশেদ, রাজু, সজিব, হাসান প্রমূখ।