Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রোপচার করে গলা থেকে বের করা হলো গাড়ির চাবি

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ১৫, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

গলায় মাছের কাঁটা, চকলেট, চুইংগাম আটকানোর খবর শোনা যায় প্রায়ই। অবস্থা মাঝে মাঝে এমন হয় সেগুলো অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে হয়।

মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ঘটেছে এমন ঘটনা। তবে সেটি কোনো কাঁটা, চকলেট বা চুইংগাম নয়। এক ব্যক্তির গলার ভেতর আটকে গিয়েছিল গাড়ির আস্ত চাবি।

সংবাদমাধ্যম আল আরাবিয়া শুক্রবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, ‘খেলার ছলে’ গলার ভেতর গাড়ির চাবি ঢুকিয়েছিলেন ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। সেটি তার গলার ভেতর শক্ত হয়ে আটকে যায়। পরবর্তীতে অস্ত্রোপচার করে চিকিৎসকদের সেটি বের করতে হয়।

লোহিত সাগরের আল-কুনফুদাহ হাসপাতালের একদল চিকিৎসক চাবিটি বের করত ১৫ মিনিটের অস্ত্রোপচার করেন। জরুরিভিত্তিতে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকার করেন তিনি মজা করে চাবিটি গেলার চেষ্টা করেন। কিন্তু সেটি গলায় আটকে গিয়ে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।

ওই ব্যক্তির গলার করা একটি এক্সরেতে দেখা যাচ্ছে, লোহার চাবিটি তার শ্বাসনালীতে আটকে আছে।

গলায় চাবি আটকে যাওয়া ব্যক্তির আগে থেকেই হার্টের সমস্যা ছিল। ফলে হাসপাতালে আসার পর জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। চাবিটি বের করে তাকে আবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।

সূত্র: আল আরাবিয়া