Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২৭ মার্চ ২০২৪

সাড়ে ৮ ঘণ্টায় ট্রেনের ৩৫ হাজার টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সকাল ৮টায় চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। এদিন বিক্রি হয়েছে আগামী ৬ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রি শুরুর পর থেকে সাড়ে ৮ ঘণ্টায় সারা দেশে ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছেন, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টায় সারা দেশে ৩৫ হাজার ২১টি টিকিট বিক্রি হয়েছে। এছাড়া শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ২৪ হাজার ৫১৬ টিকিট বিক্রি হয়েছে।

আরও জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৯৪ লাখ ১০ হাজার টিকিটপ্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। এসময় বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ৪৩ লাখ ৮০ হাজার টিকিটপ্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন। এসময় বিক্রি হয়েছে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট।