Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ১৭টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের পর থেকে মধ্যরাতের মধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 
ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে এ সময় ঝড়ের গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। আজ শনিবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 
আজ বেলা তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, উল্লেখিত সময়ের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। এর জন্য সতর্কসংকেত দেখানো হয়েছে।