হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি ফতেয়াবাদ ও ইসলামী ছাত্রসেনা ১২নং চিকনদন্ডী ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ৪২তম সুন্নি কনফারেন্সের প্রথম দিবস সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর ড. মুফতি মুহাম্মদ কফিল উদ্দীন সরকার সালেহী।
মাওলানা মুহাম্মদ সাইফুল আলম ফতেয়াবাদীর সভাপতিত্বে এবং মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন নিউইয়র্ক নর্থ ব্রুকস ইসলামিক সেন্টারের পরিচালক আল্লামা ড. সাইফুল আজম বাবর আল আজহারী।
উদ্বোধক ছিলেন ফতেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ উল্লাহ ফারুকী।
আলোচনায় অংশ নেন ইমাম আজম আবু হানিফা (রা.) রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আল্লামা হাসনাইন আহমদ আল কাদেরী, হালিশহর আকবর আলী জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হোসাইন আল ওয়াইসী, মাওলানা সৈয়দ মুহাম্মদ মফজল আলম, মাওলানা খাজা মুহাম্মদ ইদ্রিস তাহেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ ইসমাঈল, মাওলানা আবু জাফর আশরাফী, মাওলানা আব্দুর রহিম তৈয়্যবী, মাওলানা হাসান আলী প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মুহাম্মদ আনোয়ারুল আলম, আলী ফারুক চৌধুরী, মুহাম্মদ জসীম উদ্দীন, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ শওকত আলী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ জালাল উদ্দীন বুখারী (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা সালেহ আহমদ আনসারী।