Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ২১ ডিসেম্বর ২০২২

হাটহাজারীতে ভুয়া ডাক্তার গ্রেপ্তার, লাখ টাকা জরিমানা

মুহাম্মদ আবু নোমান
ডিসেম্বর ২১, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তারসহ এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ০৭ টায় উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে আবদুল হালিম নামে এই ভূয়া ডাক্তারকে আটক করা হয়।

অভিযান‌ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডিগ্রী বিহীন, বিনা প্রশিক্ষণ ও বিনা অনুমতিতে শল্য চিকিৎসা দিয়ে আসছে এই ভূয়া ডাক্তার।

অভিযুক্ত আবদুল হালিম উপজেলার লালিয়াহাট মিস্ত্রিঘাটা এলাকার মাঝির পাড়া মৃত মকবুল আহমদের পুত্র।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম। তিনি জানান, ভুক্তভোগী একজনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সত্যতা পাওয়ায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২’ মোতাবেক ১লক্ষ টাকা জরিমানা করা হয় ও তাকে আটক করা হয়। পাশাপাশি তার চেম্বারটি বন্ধ করে ০৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার’কে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।

অভিযানে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইহাব সহযোগিতা করেন।