Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২

হাটহাজারীতে পানি শাহ্ (কঃ) সমাজ কল্যাণ পরিষদের ঈদে মিলাদুন্নবী

হাটহাজারী সংবাদ ডেস্ক
নভেম্বর ৩, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে হাটহাজারী উপজেলার ধলই হযরত সৈয়দ আমিনুল হক পানি শাহ্ (কঃ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ নভেম্বর) বাদ আসর হতে ধলই আমিন ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, হযরত সৈয়দ আমিনুল হক পানি শাহ্ (ক:) সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ জসিম উদ্দিন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিস আনসারী।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাধু চৌধুরী জামে মসজিদের খতিব পীরে তরীক্বত হযরতুলহাজ্ব আল্লামা মীর হাসানুল করিম মুনিরী, হযরত শাহ্ মনোহর (রঃ) জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ হাসানুল করিম চৌধুরী ও মোহাম্মদ জামান চৌধুরী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মুহাম্মদ কামরুল হুদা আল কাদেরী।

এলাকার হাজী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।