Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২

হাটহাজারীতে তিন সিএনজিসহ চোর চক্রের মূলহোতা আটক

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের মূলহোতাসহ ৭ জনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এ সময় তাদের থেকে ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর এ হাবিব ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের মো. সুমন (২৭), হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের মো. রিয়াদ (২২), বাঁশখালি উপজেলার বাহারছড়া ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৬), লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার আবু তালেব (৩১), নগরের বায়েজিদ বোস্তামি এলাকার আলমগীর হোসেন (৩৫), ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার রাসেল খাঁন (২৯) এবং বাঁশখালি উপজেলার কালিপুর ইউনিয়নের মো. আনিছ (২৬)।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর এ হাবিব ফয়সাল ও মো. রফিকুল ইসলাম বলেন, হাটহাজারী উপজেলার ফরহাদাবা ইউনিয়ন থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হওয়ার পর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম ও বাঁশখালি উপজেলা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।