Hathazari Sangbad
হাটহাজারীবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২

সিলিং ফ্যানে ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মেরাদিয়ার একটি বাসা থেকে মেহেদি ইসলাম (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেরাদিয়ার হিন্দুপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মেহেদি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সপরিবার মেরাদিয়ার হিন্দুপাড়ায় থাকতেন। তার বাবা মাহমুদুল ইসলাম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিন ভাইয়ের মধ্যে মেহেদি ছোট।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেহেদির শোবার ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন প্রতিবেশীদের ডেকে আনেন। পরে দরজা ভেঙে দেখেন মেহেদি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম গণমাধ্যমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।