Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ৮ এপ্রিল ২০২৩

মুনিরীয়া যুব তবলীগ কমিটির দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের ইফতার মাহফিল

ধর্ম ডেস্ক
এপ্রিল ৮, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) বাদে আসর হতে চট্টগ্রাম হাটহাজারী নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন রমজান মাসে আল্লাহর রহমত-করুণা ও মাগফিরাত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। এরপরও কোন বান্দা যদি এ মাসে রহমত ও মাগফিরাতের বৃষ্টিতে সিক্ত হয়ে নিজেকে পরিশুদ্ধ করাতে না পারে তবে তার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না।

এতে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, অধ্যাপক ড.জালাল আহম্মদ, অধ্যাপক অলি আহাদ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।