Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ৩০ অক্টোবর ২০২২

মির্জাপুরে এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
অক্টোবর ৩০, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে প্রবাসী ও খলিফা পাড়া এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) খলিফা পাড়া নুর আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন সুমন খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ রহিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী ও মির্জাপুর ১নং ওয়ার্ড মেম্বার মুহাম্মদ আবুল হাসেম।

খলীফা পাড়া মসজিদ কমিটির সভাপতি মাওলানা নুর হোসেন আলীর সভাপতিত্বে এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, ফারুকিয়া সুন্নিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গুল মুহাম্মদ তালুকদার পাড়া জামে মসজিদের খতিব, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ সেকান্দর আলী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন, খলীফা পাড়া নুর আলী জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর, মাওলানা মুহাম্মদ সামশুল আলম হেলালী ও হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ নাজিম উদ্দীন বাবুল, মুহাম্মদ জুলফিকার আলী, মুহাম্মদ নুরুল আবছার, এস এম ফজলুল হক, ডঃ আবুল কালাম, মুহাম্মদ আবুল বাশর ও মুহাম্মদ নুরুন্নবী।

এলাকার হাজী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।