Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো দুই বোন

অনলাইন ডেস্ক
মে ২, ২০২৩ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফে মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই বোন। মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। এর আগে ভোর ৪টার দিকে তাদের মা আনোয়ারা বেগম (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।  
 
সাদিয়া ও সাদেকা উপজেলার সাবরাং ইউনিয়নের খোয়াইছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে। সাবরাং উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া ও সাদেকা টেকনাফ এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।  
 
মায়ের মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে আসা দুই বোনকে সান্ত্বনা দিতে কেন্দ্রে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান।
 
ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘মায়ের মরদেহ ঘরে রেখে পরীক্ষার কেন্দ্রে বসা সন্তানের জন্য অনেক বেশি কঠিন। ঘটনাটি আসলে হৃদয় বিদারক। চেষ্টা করেছি তাদের সান্ত্বনা দিয়ে অন্তত মানসিক সাপোর্ট দেওয়ার জন্য।’ 
 
সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা বলেন, ‘সকালে আমার বিদ্যালয়ের পরীক্ষার্থী দুই বোনের মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যাই। দুই মেয়েকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক ওই দুই মেয়ের খবর রেখেছি।’
এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হল সুপার লম্বরী মলকাবানু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশনায় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দুই বোনের দেখাশোনা করেছি। দুই বোন পরীক্ষার হলে স্বাভাবিক ছিল। তবে পরীক্ষা শেষে কান্নাকাটি করতে করতে বের হয়েছে।’