মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১২০ নং শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন উপলক্ষে (২৯ অক্টোবর) শনিবার বাদে আসর হতে রাঙ্গামাটি মানিকছড়ি বাইতুল নুর জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ফোরকান।বক্তারা বলেন,সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একটি মানবিক সমাজ গড়তে হলে দরকার আলোকিত যুব সম্প্রদায়।
আর এর আধ্যাত্মিক উপায় দিয়ে গেছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু। যিনি পারস্পরিক নিঃস্বার্থ ভালোবাসার বীজ বুনেন অগণিত যুবকের মননে, সহমর্মিতা ও পরোপকারিতার শিক্ষা দিয়ে তাদেরকে দেশপ্রেমে ব্রতী করেন, হৃদয়ে সঞ্চার করেন আল্লাহ ও নবীপ্রেম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন, হাফেজ মুহাম্মদ আনসারী, মাওলানা মুহাম্মদ মিরাজ, মাওলানা মাহফুজুল রহমান, মোহাম্মদ আমানত উল্লাহ খান,সালেহ আহমদ, এমদাদ সালেহ, মোঃ আবু হান্নান, মুহাম্মদ আবু তাহের, আবদুল্লাহ আল মারুফ, মুহাম্মদ আলী আজগর, মোঃ জসিম, মুহাম্মদ রহিম, মুহাম্মদ আসাদ, মুহাম্মদ কাদের, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ জাহিদ প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।