Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে এলেন তুরস্কের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে এলেন তুরস্কের রাষ্ট্রদূত ড. মোস্তফা উসমান তুরান। রবিবার (২২ জানুয়ারি) বিকালে আকস্মিক সফরে মাইজভান্ডার দরবার শরীফ আসেন তিনি।

মাইজভান্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী তাকে স্বাগত জানান। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আউলিয়া দরবারগুলো ঘুরে দেখেন।

পরে রহমান মঞ্জিলে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ তরিবত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত।

এ সময় গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, গাউছিয়া রহমান মঞ্জিলের শাহস‚ ফী সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, সৈয়দ শাহাদাৎ উদ্দিন মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ইসলামের কল্যাণে মাইজভান্ডার দরবার শরীফের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে সুফিবাদ ও ইসলামের খেদমতে কাজ করছেন এখানকার পীর, অলিয়ে, শাহদাজাদাগণ।

এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের অনারারী কনসাল এবং এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রমুখ।