সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবি সংগঠন স্মাইল বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্মাইল বাংলাদেশ’র উদ্যোগে সিআরবি শিরিষ তলায় বিভিন্ন আয়োজনে হাজারো মানুষের প্রাণবন্ত অংশগ্রহন ও হাসিময় উচ্ছ্বাসে সম্পন্ন হয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা উৎসবে নগরীর ৫টি সুবিধা বঞ্চিত নগরফুল, বর্ণের স্কুল, আলোর ঠিকানা, স্বপ্নের পাঠশালা, অপরাজেয় বাংলাদেশ স্কুলের শিশুরা অংশগ্রহণ করে। স্মাইল বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এবং নজরুল ইসলাম জয়ের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রথম সহ সভাপতি, এস এম আবু তৈয়ব বিজিএমইএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মির্জা মুহম্মদ শহীদুল্লাহ , শিক্ষাবিদ-নজরুল গবেষক ড.মোহাম্মদ কামাল উদ্দিন, এসডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সম্মিলিত সামাজিক সংগঠনের উপদেষ্টা লায়ন মুহাম্মদ ইব্রাহিম, স্মাইল বাংলাদেশের উপদেষ্টা ফারদিন বাপ্পিসহ স্মাইল বাংলাদেশের সদস্যরা।