Hathazari Sangbad
হাটহাজারীমঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩

ফোনে কথা বলছিলেন মা, পুকুরে ডুবে মারা গেল মেয়ে

অনলাইন ডেস্ক:
অক্টোবর ৩, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন গৃহবধূ জান্নাত আক্তার। এ সময় ঘরের বাইরে তার মেয়ে সোহানা আক্তার (২) খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে নানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহানা সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের সদস্য কাউছার আলম সুমন জানান, কয়েকদিন আগে মা জান্নাতের সঙ্গে সোহানা নানার বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। ঘটনার সময় জান্নাত তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় সোহানা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে না দেখে তার মা আশপাশে খোঁজ করে। পরে সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

তিনি আরও জানান, সোহানার মরদেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে।