Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ৩০ জানুয়ারি ২০২৩

ফটিকছড়িতে হালদায় ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি উপজেলার ভূজপুরে হালদা নদীতে ডুবে মো. সজিব (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারী) সকালের দিকে নারায়নহাট ইউনিয়নের মির্জারহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব মির্জারহাট বাজার তিতাগাজী মোমিন পাড়া এলাকার অটোরিক্সা চালক নাসির উদ্দিনের পুত্র।

নিহতের পিতা বলেন আমার ছেলে সজিব গতকাল থেকে নিখোঁজ ছিল, আজ সকালে পাশের হালদা নদীতে তার লাশ পাই,সে স্থানীয় স্কুলে ৭ ম শ্রেণির শিক্ষার্থী। জ্বর হল তার খিচুনি হতো প্রায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর নিয়ে দেখেছি নিহত কিশোর একজন মৃগী রোগী। গোসল করতে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই।