Hathazari Sangbad
হাটহাজারীশনিবার , ১১ মার্চ ২০২৩

পিকনিকে গিয়ে গোসলে নেমে প্রাণ গেলো স্কুলছাত্রের

অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 
শনিবার (১১ মার্চ) দুপুর ২টায় তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর চন্দ্র ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। সে রাণীশংকৈল নেক মোরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির ছাত্র ছিল।
 
তিস্তা ব্যারাজ এলাকার বাসিন্দা রশিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলাকা থেকে একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীরা তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসেন। এদের মধ্যে ৫-৬ শিক্ষার্থী ব্যারাজের উজানের গোসল করতে নামে। গোসল করার সময় সাগর চন্দ্র রায় নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার এক ঘণ্টা পর স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। পরে তার মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনরা।
হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দীপ্ত দাস জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।