Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষার ফল খারাপ হওয়ায় ১০ তলা ভবন থেকে লাফ স্কুলছাত্রীর

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহজাহানপুরে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোসাম্মাৎ ফারজানা আক্তার মৌ (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শাহজাহানপুর থানাধীন মৌচাক মারুফ মার্কেটের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মৌ সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

শাহজাহানপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, খবর পেয়ে ওই এলাকার মৌচাক মার্কেটের ২৩৭/২৩৮ নম্বর বাসার নিচ থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএসআই নাজমুল হক বলেন, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওই শিক্ষার্থী সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় তিন বিষয়ে ফলাফল খারাপ করায় নিজের ওপর অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

নিহত ফারজানা আক্তার মৌ চাঁদপুর জেলার শাহারাস্তি থানার হারাবার পাড়া গ্রামের মো. আবু মুসার মেয়ে। বর্তমানে মৌচাকের ২৩৭/২৩৮ নম্বর বাসায় থাকতেন। তার বাবা সৌদি প্রবাসী।