Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ২২ জানুয়ারি ২০২৩

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সোমবার

ধর্ম ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ ও পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে অনুরোধ করা হলো।