Hathazari Sangbad
হাটহাজারীরবিবার , ১১ ডিসেম্বর ২০২২

নাঙ্গলমোড়ায় আমির মাঝির বাড়ীর উদ্যোগে মিলাদ মাহফিল

হাটহাজারী সংবাদ ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আমির মাঝির বাড়ীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বাদ আছর হতে বাড়ীস্থ ময়দানে চট্টগ্রাম জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার শায়খুল হাদীস হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ফরিদুল আলম।
 
মোহাম্মদ রবিউল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাযিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জসিম উদ্দীন আল-কাদেরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আহমদুল্লাহ্ ফোরকান খাঁন আল-কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমির মাঝির বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ নূর হোসাইন, বায়তুল মিরা জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলমগীর আল-কাদেরী।
 
মিলাদ-কিয়াম শেষে প্রিয় নবীজির উসিলায় দেশ জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।