Hathazari Sangbad
হাটহাজারীসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাউছুল আজম মাইজভান্ডারীর ১১৭ তম বার্ষিক ওরশ শুরু : কাল প্রধান দিবস

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্বিক সাধক মাইজভান্ডার শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) এর ১১৭ তম বার্ষিক ওরশ শুরু হয়েছে। ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে এ ওরশ শরিফ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ওরশের প্রধান দিবস হলেও রোববার থেকে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

ওরস উপলক্ষে মাইজভান্ডার শরীফে হযরত আহমদ উল্লাহ (ক.) রওজাসহ অন্যান্য রওজা এবং মঞ্জিল গুলোতে আলো সজ্জা করা হয়েছে। ওরশে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেকানে মাইভান্ডারী ভক্ত প্রচন্ড শীত উপেক্ষা করে সমবেত হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মায়ানমার, মধপ্রাচ্যোর বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসেছেন বলে দরবার সূত্র জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার প্রধান দিবসে দরবার শরীফ ও বিভিন্ন মঞ্জিলে পৃথক কর্মসুচী পালন করা হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর আহমদ উল্লাহ (ক.) রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল,জিকির, আজগার ও সবশেষে আখেরী মোনাজাত।