Hathazari Sangbad
হাটহাজারীবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩

কুমিল্লায় মুনিরীয়া তবলীগের এশায়াত সম্মেলন ১০ ফেব্রুয়ারি

ধর্ম ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা সমন্বয় পরিষদের উদ্যোগে ঐতিহাসিক এশায়াত সম্মেলন আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাদে জুমা কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসাবে তশরিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-১ হাবিবুর আল-আমিন সাদী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও নাঙ্গলকোর্ট মৌকারা দরবার শরীফ পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালী উল্লাহী, কুমিল্লা জেলা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাধারণ সম্পাদক ও ধামতি ইসলামীয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ মহিউদ্দিন,কুমিল্লা মহানগর

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও কুমিল্লা আলীয়া মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা মোহাম্মদ আবদুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান,কুমিল্লা মহানগর বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও কুমিল্লা রাচিয়া মাদরাসা অধ্যক্ষ হযরতুল আল্লামা মোহাম্মদ সফিকুল আলম পাটোয়ারী,এলবিয়ন গ্রুপ প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নেজাম উদ্দিন, প্রমুখ।

সম্মেলনে বক্তব্য রাখবেন ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদরাসা অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ আল মাদানী,কুমিল্লা কাপ্তান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স খতিব ও পেশ ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা শাহ জালাল হাবিবী ভূঁইয়া, সংগঠনের দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদ সহ-সভাপতি হযরতুল আল্লামা মুহাম্মদ আবদুল হক,হাটহাজারী জামেয়া আদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এরশাদুল হক,ফটিকছড়ি রোস্তামীয়া মনিরুল ইসলাম সিনিয়র মাদরাসা আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, বি.বাড়িয়া কসবা বিষ্ণুপুর কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা হাসান আহমেদ,বি.বাড়িয়া কসবা বিনাউটি কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাওলানা রাকিব আহমেদ। উক্ত এশায়াত সম্মেলন সকল মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।